বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ
যেখানে আমি বলতে পারি না,
তুমি যাকে ভাই মনে করো,
সেটা একটা চোর।
তুমি যাকে বাবার মতো শ্রদ্ধা করো,
সে একটা ঠগ।
তুমি যাকে ভালো ভাবো,
সে একটা শয়তান।
তুমি যেটা বানী ভাবো,
উপদেশ ভাবো,
ভালো কথা ভাবো,
সেটা হল শয়তানের প্ররোচনা।
যাকে তুমি গুরু ভেবে দক্ষিণা দাও,
আসলেই সে পিচাশ।
তুমি যেটাকে ধর্ম ভাবো,
সেটা হল অধর্ম।
আর তুমি যেটাকে দেশপ্রেম ভাবো,
সেটা হচ্ছে ধাপ্পা, ফাঁকি; প্রবঞ্চনা।
যেটা তোমার কাছে সত্য,
সেটা আসলে মিথ্যা।
বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ,
যেখানে কিছু ইবলিশ
সবসময় তোমাকে ঘিরে আছে,
তার স্বর্গে নেবে বলে।
Inspired by “If I Were the Devil”- Paul Harvey